টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পরিবেশ ও সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন সেফ লাইফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় সেফ লাইফ বাংলাদেশের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সেফ লাইফ বাংলাদেশ এর উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ ইউসুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেফ লাইফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
জেলার প্রায় ৬শত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবী দেওয়া হয়।
এ সময় উপহার পাওয়া অসহায় মানুষ বলেন, আমাদের জন্য প্রতি বছর সেফ লাইফ বাংলাদেশ ঈদ উপহার দেয়। আমরা এই উপহার পেয়ে অনেক আনন্দিত।

২৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *