স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান বলেছেন, পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের জন্য দেয়া চাল বিতরণে নয়-ছয় মেনে নেয়া হবে না। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে চার হাজার ৬শ' ২১ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে (ভিজিএফ) চাল বিতরণ করা হবে। তিন দিনব্যাপী বিতরণ কার্যক্রম আজ উদ্বোধন করা হল। দুস্থদের জন্য দেয়া চাল বিতরণে নয়-ছয় মেনে নেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
রোববার (২৩ মার্চ) সকালে তিন দিনব্যাপী বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (১০ কেজি চাল) বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পৌরসভার নয় ওয়ার্ডে চার হাজার ৬২১ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি (ভিজিএফ) চাল বিতরণ করা হবে।
সকালে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসানাত আকন, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।