
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধী এক কিশোর (১৫) পাওয়া গেছে। গত (১৮ মার্চ) উপজেলা সদরের থানা রোডে তাকে পাওয়া গেছে। গত ৫ দিন ধরে কিশোরটি সদরের গোরস্থান সংলগ্ন সাজেদুল হকের বাসায় আছে। মানসিক প্রতিবন্ধী কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর। তার মাথার চুল ছোট ছোট। নাম ঠিকানা বলতে পারে না। তার পরনে ছিল টাউজার ও গেঞ্জি।
প্রতিবন্ধী শিশুটির পরিচয় জানলে উপজেলা সদরের বাসিন্দা সাজেদুল হক এর মোবাইল নাম্বার ০১৭১৬৮৮০৮৮১ অথবা মির্জাপুর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
১৭ Views