মির্জাপুরে মাটি লুটের অপরাধে ১০ লাখ টাকা জরিমানা

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার,মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের টানা ১০ঘন্টা অভিযানে মাটি লুটেরাদের কাছ থেকে দশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেল থেকে শনিবার (২২ মার্চ) মধ্য রাত পর্যন্ত উপজেলা একাধিক স্থানে এ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
জানা গেছে, মাটি লুটেরারা প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ভেকু মেশিন দিয়ে দিনে ও রাতে উপজেলার পাহাড়ী অঞ্চলের লাল মাটি এবং নদী তীরের মাটি কেটে ড্রাম ট্রাকে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। খবর পেয়ে শুক্রবার বিকেলে থেকে অভিযানে নামেন ইউএনও ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। তাঁরা উপজেলার আজগানা ও বাশতৈল ইউনিয়নের একাধিক স্থানে একের পর এক অভিযান চালান। এসময় মাটিকাটার ৪টি পয়েন্ট থেকে মাটিলুটের সময় ৪লুটেরাকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত আবুল হোসেনের ছেলে রাজিব শিকদারকে ৫ লাখ, লুৎফর রহমানের ছেলে আহাদ হোসেনকে ২ লাখ, নুরুল ইসলামের ছেলে সরোয়ার হোসেনকে ২ লাখ এবং কবির হোসেনের ছেলে হৃদয় হোসনকে ১ লাখসহ ৪টি মামলায় ১০ লাখ টাকা অর্থদÐ প্রদান করেন। অভিযানকালে মাটিকাটার অন্য পয়েন্টগুলোতে কাউকে না পাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। অভিযানে মির্জাপুর থানা পুলিশ এবং আনসার সদস্যরা অংশ নেয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম দশ লাখ টাকা জরিমানা আদায় করার কথা স্বীকার করে বলেন, জনস্বার্থে মাটিলুটেরাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

 

২৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *