
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল পৌরসভার সদর ১৪ নম্বর ওয়ার্ডে এসএসসি পরিক্ষার্থীদের উপহার দিলেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাজহারুল ইসলাম এলিচ। শুক্রবার (২১ মার্চ) বিকেলে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাজহারুল ইসলাম এলিচ এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে, পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম, পেন্সিল, রাবার, স্কেল,কাঁটার ও রুমাল বিতরণ করা হয়েছে।
১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাজহারুল ইসলাম এলিচ বলেন, আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি করে যাচ্ছে,সাধারণ শিক্ষার্থীদেও সাথে নিয়ে। সে লক্ষ্যে আজ পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলাম। পর্যায়ক্রমে বিভিন্ন কলেজে ছুটে যাবো পরিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। আমার কয়েকটি টিম পরিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করবে, সে উদ্যোগ আমরা নিচ্ছি।
৪১ Views