দেলদুয়ারে তিল চাষে ঝুঁকছে কৃষক

কৃষি টাঙ্গাইল দেলদুয়ার

দেলদুয়ার প্রতিনিধি।।
টাঙ্গাইলের দেলদুয়ারে বিলুপ্তপ্রায় রবি শস্য তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। ভোজ্য তেলের দাম আকাশ ছোয়া বিষয়টি মাথায় রেখে দেলদুয়ারের চরাঞ্চলের চাষীরা তেল উৎপাদনকারী শস্য তিল চাষে ঝুঁকে পড়েছে। এক সময় এ শস্যটি উপজেলায় ব্যপক ভাবে চাষাবাদ চলতো। দীর্ঘদিন প্রতিকুল পরিবেশ এবং অন্য শস্য চাষে উদ্বুদ্ধ হয়ে এ অঞ্চলের চাষীরা তিল চাষে আগ্রহ হারিয়েছিল। এবছর উপজেলা কৃষি অফিসের সহযোগীতা ও অনুপ্রেরণায় কৃষকরা আবার তিল চাষে ফিরে আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, আবহাওয়া অনুকুলে থাকলে এ মৌসুমে লাউহাটী, এলাসিন ও দেওলী ইউনিয়নের ধলেশ^রী নদীর জেগে উঠা চরাঞ্চল সহ উপজেলায় ১৮০ হেক্টর জমিতে তিল চাষের লক্ষমাত্রা হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তিল বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএবি সার সরকারি প্রনোদনা হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার এ প্রনোদনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত কৃষকদের উদ্দেশে বলেন, তিল উৎপাদনে আগ্রহ বাড়াতে কৃষি অফিস থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সাথে আগ্রহী কৃষকদের সকল প্রকার সহযোগীতা দিতে উপজেলা কৃষি অফিস সার্বিক সহায়তা করবে।

১৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *