নাগরপুরের বেকড়া ইউপি চেয়ারম্যান শওকতকে গ্রেফতার

আইন আদালত টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন মোল্লাকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার বেকড়া গ্রামের মৃত. তমেজ মোল্লার ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
জানা যায়, বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ ও আহম্মদ নগর ইউনিয়ন পরিষদ নামকরণ নিয়ে বিরোধ চলছে আসছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে গণশুনানী চলছিল। এ সময় দু’পক্ষের মধ্যে চমর হুটগোল সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরপর শওকত হোসেন তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত (১৮ জুলাই) সকালে নাগরপুর বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন। সিআর মামলা নং- ১৪/২০২৪ তারিখ ২/০৯/২৪ইং।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন মোল্লাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

২৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *