মানুষ এখন গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার চায়- সাইদ সোহরাব

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, বাংলাদেশের মানুষ এখন গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার চায়। এই নির্বাচন নিয়ে অনেক ধরণের ষড়যন্ত্র চলছে। মানুষ জানে, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। কিন্তু এটি অনেকেই সহ্য করতে পারছেন না। পুণরায় যেন স্বৈরাচার দানা বাঁধতে না পারে। সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
সোমবার (২৪ মার্চ) মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল মির্জাপুর উপজেলা শাখা আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল মির্জাপুর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম খান রয়েলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান ছিটু, মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফরহাদ সহসভাপতি দুলাল সিকদার, জিয়াউর রহমান খান, পৌর কৃষক দলের আহবায়ক মান্নান খান মান্না প্রমুখ।
সাবেক ছাত্র নেতা সাইদ সোহরাব তাঁর বক্তব্যে বলেন, অনেকেই ২৪ সালের ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী অভ্যুথানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা বলতে চায়। এটি ঠিক নয়। মুক্তিযুদ্ধ একটিই হয়েছে। ৩০ লক্ষ মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে একাত্তরে এ দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা একটি ভূখন্ড পেয়েছিলাম। সেই স্বাধীনতার সুফল দেশের মানুষ না পাওয়ায় দেশে ৭৫এ পটপরিবর্তন হয়েছে এবং ৯০এ গণঅভ্যুথানে স্বৈরাচারের পতন হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৪ এ ছাত্র-জনতার অভ্যুথানেও স্বৈরাচারের পতন হয়েছে।
সাইদ সোহরাব বলেন, বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদয় হয়েছে। সেজন্য এই নতুন প্রজন্মের বিশাল অবদান রয়েছে। ইফতার পূর্ব দোয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

 

 

 

 

৫১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *