স্টাফ রিপোর্টার ॥
সেনাবাহিনী, সরকার ও তরুণদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন। মানুষ শান্তি চায়। বাংলার মানুষ আর লুটেরাদের দেখতে চায় না। ফ্যাসিবাদীদের আর দেখতে চায় না। মানুষ আর অস্থিরতা দেখতে চায় না। আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আহমেদ আযম খান আরও বলেন, অতীতে আপনাদের অনেক ভুল ছিল। ডিজিএফআই রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। অনেক কিংস পার্টি গঠনে সহযোগিতা করেছে। আপনাদের এখন অনেক দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময় এসেছে। আপনাদের অনেক গর্বিত ইতিহাস আছে। আপনারা মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছেন। দেশের ভেতরে ও দেশের বাইরে, সরকারের ভেতরে ও সরকারের বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। কয়েকদিন ধরে রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা, অস্থিরতা। সেনাবাহিনীতেও অস্থিরতা চলছে।
রবিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে অবাধ, সুষ্ঠু, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মানের সঙ্গে আপনাকে আমরা বিদায় দিতে চাই।
কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা প্রমুখ।