
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধায় কৈজুরী-শুভকী গ্রামের প্রবাসী, এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধাণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া। আরো বক্তব্য রাখেন পাথরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতি আলামিন, মুহাম্মদ বাবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল জব্বারসহ ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সুধীবৃন্দ।
৩১ Views