
মধুপুর প্রতিনিধি।।
টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে মুরগীর ঘর ও গবাদিপশুর ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মধুপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম করা হয়।
উপজেলার গাছাবাড়ি মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোস্তাফিজুর রহমান।
এর আগে এ প্রকল্পের কর্মসূচিতে প্রশিক্ষণসহ জীবন মান উন্নয়নে হাঁস মুরগী ভেড়া, গরু, ছাগল পালন বিতরণও করা হয়েছে। সুবিধা ভোগীরা এসব পালনে এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সমতল এলাকার লাল মাটিতে গারো কোচ বর্মণদের বসবাস। এ এলাকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারো কোচ বর্মণদের জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে সরকারের প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে ।
আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক এডভোকেট জনযেত্রা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন একাংশের সভাপতি রঞ্জিত নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও বাগাছাসের পবিত্র সিমসাং প্রমুখ।
পরে এ প্রকল্পের ১১০ জন সুবিধা ভোগীর মাঝে হাঁস মুরগির ঘর ও ১৩০ জনের মধ্যে গরুর পালনের জন্য ঔষধ বিতরণ করা হয়। এ সময় সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।