
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সুশীল সমাজ নামে একটি সংগঠন মির্জাপুর প্রেসক্লাব মিলনায়নে এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফ মিয়া ব্যাংক কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথামক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান, ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা হামীম, রাজশাহী বিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ১০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৪ Views