মির্জাপুরে নিঃস্ব দিনমজুর হেলালকে আর্থিক সহায়তা দিলেন পৌর প্রশাসক

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে বসতঘরসহ মালামাল পুড়ে নিঃস্ব হওয়া দিনমজুর হেলালকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে পৌর প্রশাসকের কার্যালয়ে হেলালের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত আকন্দ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাকিম এরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত (৭ মার্চ) গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার বাসিন্দা দিনমজুর হেলালের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে তার বসতঘর এবং ঘরে থাকা ধান-চাল, ছাগল, গৃহপালিত পশু ও আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই বিষয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টাঙ্গাইল নিউজবিডিতে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। খবরটি পৌর প্রশাসক মাসুদুর রহমানের নজরে আসে। তিনি ক্ষতিগ্রস্থ বাড়িটি পরিদর্শনে যান। এ সময় তিনি পরিবারের জন্য নিত্যপ্রয়োজনী পণ্য এক বস্তা চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ হেলালের হাতে তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ বসতঘর পুনর্র্নিমাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও ঘরের মেঝে পাকা করার জন্য তিন হাজার ইট এবং পৌরসভার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার (২৫ মার্চ) আর্থিক সহায়তা পেয়ে দিনমজুর হেলাল বলেন, স্ত্রী, মা ও তিনটি মেয়ে নিয়ে অভাবের সংসার। আগুনে বসত ঘরে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়ার পর চোখে অন্ধকার দেখছিলাম। সেই সময়ে স্যার আমার বাড়িতে গিয়ে এক বস্তা চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ বাজার করে দিয়ে আসছিল। এখন আবার আর্থিক সহায়তা দেয়ায় তিনি অনেকটা চিন্তা মুক্ত হয়েছেন বলে জানান।
এ বিষয়ে মির্জাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, মানবিক খবরটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাঁর এ মানবিক কাজ অব্যহত থাকবে বলে জানিয়েছেন।

১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *