
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গ্রাহকের ৪৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে মহিলা প্রতারক চক্র। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সোনালী ব্যাংক মির্জাপুর শাখা থেকে টাকা তোলার পর প্রতারক চক্রের শিকার হোন ওই গ্রাহক। ভুক্তভোগী নারী গ্রাহক নাসরিন আক্তারের বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে।
জানা গেছে, নাসরিন আক্তার সকাল সাড়ে ১০ টার দিকে সোনালী ব্যাংক মির্জাপুর শাখার দ্বিতীয় তলা থেকে পারিবারিক সঞ্চয় পত্রের লভ্যাংশের ৪৭ হাজার টাকা উত্তোলন করে ভ্যানেটি ব্যাগে রাখেন। ব্যাংকের ভিতরেই কয়েকজন মহিলা তাকে অনুসরণ করে ঘোরাফেরা করেন। তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। ব্যাংক থেকে নিচে নেমে একটি কাপড়ের দোকানের সামনে গেলে বোরকা ও হিজাব পড়া ৪ মহিলা নাসরিনের চারপাশে এসে ঠেলাঠেলি করতে থাকেন।
এর কিছুক্ষণ পর দেখতে পান তার ভ্যানেটি ব্যাগে টাকা নেই। তখন তিনি ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি জানান। ম্যানেজার সিসি ক্যামেরা চেক করে দেখতে পান টাকা তুলে গেটের বাইরে যাওয়ার পর চার মহিলা ওই গ্রাহকের পিছু লাগে। তবে ব্যাগ থেকে টাকা নেয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি।
মির্জাপুর সোনালী ব্যাংক শাখার ম্যানেজার উত্তম কুমার কর্মকার বলেন, ব্যাংকের ভিতরে কোন গ্রাহকের টাকা খোয়া যায়নি। ভুক্তভোগী গ্রাহকের টাকা সম্ভবত খোয়া গেছে ব্যাংক গেটের বাইরে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।