সখীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

অপরাধ টাঙ্গাইল লিড নিউজ সখিপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারের ঔষধ ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ইফতারের পরে এ ঘটনা ঘটে। মামলার বাদী জানায়, রোজা রেখে ইফতারের পর শারীরিকভাবে অসুস্থ হলে মাহমুদা ফার্মেসীতে ঔষধের জন্য যাই। একই এলাকার মাহমুদা ফার্মেসী সত্ত্বাধিকারী আমজাদ আলীর ছেলে পল্লী চিকিৎসক মঞ্জুরুল বারী মজনু (৫২) দোকানে কিছুক্ষণ বসতে বলে। আমাকে মজনু বলে তারাবি নামাজ পড়তে যাবো। কিন্তু বাজারের লোকজন কমে গেলে সুযোগ বুঝে দোকানের সার্টার নামিয়ে মুখ চেপে ধরে। পরে আমাকে  ফার্মেসীর বিছানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
দুই সন্তানের জননী ওই নারী জানায়, অভিযুক্ত মজনু আমাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। আমি শারীরিক গুরুত্বর অসুস্থ হলে পরিবারের কাছে জানাই। ভাতিজা মজনু আমার এমন সর্বনাশ করবে কোনদিনও ভাবিনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনা তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *