টাঙ্গাইলে মাটি কাটার অভিযোগে জাপার সম্পাদকের ভেকু পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদের (এসডিএস) জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের ভেকু পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মাটি কেটে বিক্রি করা হয়। তবে দিনে মাটি কাটা হয় না। এখানে অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না। বিগত ২০১৫ সালে নুরুল ইসলাম ইসলামিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক দাবি করে মোজাম্মেল হকের কাছে জমি বিক্রি করেন। মোজাম্মেল সাইনবোর্ডে উল্লেখ করেছেন, তিনি ক্রয় সূত্রে ৮০০ শতাংশ জমির মালিক। তবে তিনি এই জমি ভূয়া দলিল তৈরি করে নিজের নামে করেন বলে অভিযোগ রয়েছে। এর আগে এসডিএস এর জমিতে প্রশাসন একাধিকবার অভিযান চালায়।
এ নিয়ে বিগত ২০২৩ সালের (১২ মার্চ) এসডিএসের চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী বাদি হয়ে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলায় মোজাম্মেল হক, সখীপুরের কচুয়া রোড আড়াইপাড়া গ্রামের আনছার আলী ছেলে নুরুল ইসলাম, সদর উপজেলার ইসলামপুর গ্রামের ইমান আলীর ছেলে আকবর আলী, মাগুরাটা গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, স্বদেশ রোড এলাকার সুরুজ্জামানের ছেলে জাকির হোসেনকে বিবাদি করা হয়।
একই দিন ইসমাইল হোসেন সিরাজী বাদি হয়ে আরেকটি একটি মামলা করেন। মামলায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সখীপুরের কচুয়া রোড আড়াইপাড়া গ্রামের আনছার আলী ছেলে নুরুল ইসলাম, শহরের পাতুলীপাড়া এলাকার মৃত কলিল উদ্দিন আহম্মেদের ছেলে ওস্তাগীর হোসেন, একই এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মোকছেদ আলী ও স্বদেশ রোড এলাকার সুরুজ্জামানের ছেলে জাকির হোসেনকে বিবাদি করা হয়।

 

 

 

৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *