
দেলদুয়ার প্রতিনিধি।।
টাঙ্গাইলের দেলদুয়ারে বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রশাসকের পক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান ও সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সোহেব খান, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেছেন। সকাল সাড়ে ৯টায় উপজেলা স্টেডিয়ামে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ। সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সাব্বির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূর, অফিসার ইনচার্জ সোহেব খান, জামায়াতের উপজেলা আমির আল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান চান খা, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ।