পুলিশ মহাসড়কে ২৪ ঘণ্টা কাজ করবে- পুলিশ সুপার

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। উত্তরের পথে ঈদে ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ২৪ ঘন্টাব্যাপী মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হয়েছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, গত ঈদ যাত্রার দুর্বলতা চিহ্নিত করে নানামুখী নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহাসড়ক যানজট মুক্ত ও স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করতে সমন্বয় সভাও করা হয়েছে। এবার মহাসড়কে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে প্রায় ৭ শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে শ্রমিক ফেডারেশন। অপরদিকে লিংক রোডগুলোতে বসানো হয়েছে বাঁশকল।
পুলিশ সুপার আরও বলেন, ইতোমধ্যে যানজট নিরসনে টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটারে জেলা পুলিশের সাড়ে সাতশ’ সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। এছাড়া মহাসড়কে মোবাইল টিম ও প্রিকেট টিম কাজ করছেন। এছাড়া মহাসড়কে ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। পুলিশ মহাসড়কে ২৪ ঘণ্টা কাজ করবে। ঈদের পরেও যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করবে। আশা করি এবার মহাসড়কে যানজটের সৃষ্টি হবে না।
এ সময় মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু গোলচক্কর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে তিনি ঘুরে ঘুরে পর্যবেক্ষন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহাম্মেদ।

 

 

 

২৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *