
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয় ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের হয়ে অন্তবর্তী সরকার ক্ষমতায় আছে। অন্তবর্তী সরকারের প্রধান দায়িত্ব একটি অবাধ ও গ্রহণ যোগ্য জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। কিন্তু এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা কোন ষড়যন্ত্র দেখতে চাই না। জনগণ নির্বাচন চায়। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন মসজিদ মাঠে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।
সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগের জন্য আর বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। বিএনপির নাম ভাঙিয়ে কোন ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজি, অপকর্ম করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কোন নেতা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
ইফতার মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও পৌর শাখার ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকসহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।