
সোহেল রানা, কালিহাতী॥
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যানজট নিরসন এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন।
শনিবার (২৯ মার্চ) গভীর রাত পর্যন্ত টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম জানান, প্রতি বছর ঈদ আসলে সড়ক দুর্ঘটনা ঘটে। ঈদের আনন্দ বিষাদে পরিণিত হয়। মহাসড়কে দুর্ঘটনা রোধে মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোটরসাইকেলের বেপরোয়া গতি, অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের মোটরসাইকেল চালনা, সঠিক কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং ট্রাফিক আইন যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় কয়েকটি মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে না পারা এবং হেলমেট পরিধান না করার অপরাধে জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে আইন মেনে মহাসড়কে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।