
স্টাফ রিপোর্টার, মির্জাপুর॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ভাগ্যের উন্নয়ন হবে না। দেশ ও জনগণের স্বার্থে দ্রুত সময়ে একটি গ্রহণ যোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তবর্তী সরকারের কাছে জোর দাবি জানান। শনিবার (২৯ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়ার সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারের ক্ষতিগ্রস্ত ১১ ব্যবসায়ীর হাতে ১০ হাজার টাকা করে ১লাখ ১০ টাকা আর্থিক সহায়তা তুলে দেন। সহায়তা প্রদানের সময় অন্যদের মধ্যে তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা ও ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৯ মার্চ ওই বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। আগুনে বাজারের তায়েবুর গার্মেন্টস, আরিফ স্টোর, খান ফার্মেসী, সালাম গার্মেন্টস, গফুর গার্মেন্টস, সায়েম মটরস, তিন ভাই স্টোর ও একটি জুতার দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয় বলে ব্যবসায়ীরা জানান। খবর পেয়ে পুড়ে যাওয়া পাথরঘাটা বাজারের দোকান ঘর পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। ওই সময়ে তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহায়তার আশ্বাস দেন।