
স্টাফ রিপোর্টার, মির্জাপুর॥
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা। রোববার (৩০ মার্চ) সকালে পৌরসভার ৯ ওয়ার্ডের দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন দিপু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ জে সুজন মিয়া, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।
সাবেক সাবেক ভিপি হযরত আলী মিঞা তাঁর বক্তৃতায় বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলা ও নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারেনি। সামাজিক কোন কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারেনি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেছে। যে কারণে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি।
পৌর বিএনপির এই সভাপতি জনগণের সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তবর্তী সরকারকের কাছে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।