স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মুসলমান নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ মার্চ) রাত ৯টার সময় উপজেলার বড়চওনা এলাকায় এই ঘটনা ঘটেছে। বড়চওনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শংকর সাহার
বাড়িতে এ ঘটনা ঘটে। সে রাখাল সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা শংকর সাহা তার নিজ ফেসবুক আইডিতে মুসলমানদের নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। মুহুর্তেই এই স্ট্যাটাসটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। শনিবার (২৯ মার্চ) রাত ৯টায় তারাবি নামাজ শেষে ওই এলাকার মুসল্লিরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেন। এরই এক পর্যায়ে শংকর সাহার বাড়িতে ভাংচুর শুরু করেন। পরে হামলাকারীরা ওই বাড়িতে লুটপাটও করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, শংকর সাহা বলছে, তার আইডি হ্যাক হয়েছে। এ বিষয়ে রাত ৯টার পর একটি অভিযোগ পেয়েছি। অপ্রীতিকর ঘটনায় রাতে ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এক পর্যায়ে জনতা ক্ষিপ্ত হয়ে ওই বাড়িতে হামলা করে।