
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর দেশের বর্তমান অবস্থায় একমাত্র জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। নির্বাচন বিলম্ব হলে দেশ অনেক পিছিয়ে যাবে। দেশের মানুষ এখন ভোট চায়। ৫ আগস্টের আগে দেশে রাজনীতি করার সুযোগ ছিল না। বিএনপির নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাকিল খান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামসুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।