
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মুসলমান নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অপরাধে বড়চওনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র সাহাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত বিএনপি নেতা শংকর চন্দ্র সাহা রাখাল সাহার ছেলে।
রবিবার (৩০ মার্চ) সখীপুর উপজেলা বিএনপির প্যাডে সভাপতি শাহজাহান সাজু ও সাধারণ সম্পাদক আ: বাছেদ মাস্টার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বড়চওনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র সাহাকে দল থেকে বহিস্কার করা কথা জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সখীপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র সাহা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত এনে মন্তব্য করায় তাকে তার উক্ত পদসহ বিএনপির সকল প্রকার প্রাথমিক সদসপদ থেকে বহিস্কার করা হলো।
প্রসঙ্গত, বিএনপি নেতা শংকর চন্দ্র সাহা তার নিজ ফেসবুক আইডিতে মুসলমানদের নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। মুহুর্তেই স্ট্যাটাসটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। শনিবার (২৯ মার্চ) রাত ৯টায় তারাবি নামাজ শেষে ওই এলাকার মুসল্লিরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেন। এরই এক পর্যায়ে শংকর চন্দ্র সাহার বাড়িতে ভাংচুর শুরু করেন। পরে হামলাকারীরা ওই বাড়িতে লুটপাটও চালায়।