
স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছেন- গণঅধিকার পরিষদ (জিওপি’র) ট্রাক মার্কা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য কাজ করবে এবং ট্রাক মার্কা নব্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।
বুধবার (২ মার্চ) সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর তার নিজ নির্বাচনী এলাকায় হাট-বাজার ঘুরে ভোটারদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গত মঙ্গলবার বিকালে হেমনগরে ট্রাক প্রতীকের গণসংযোগ, মিছিল ও উঠান বৈঠকে গণসংযোগ এবং প্রচারণাকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শাকিল উজ্জামান বলেন- গণঅধিকার পরিষদের মার্কা হলো ট্রাক প্রতীক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩’শ আসনেই প্রার্থী দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা-উপজেলা ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটিগুলোর কাজ প্রায় সম্পন্ন।