
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, মির্জাপুরের উন্নয়নে দল মতের ঊধের্ব উঠে সবাইকে ভূমিকা রাখতে হবে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা শামসুজ্জামান লিটনসহ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সাইদ সোহরাব তাঁর বক্তৃতায় বলেন, গত ১৭ বছর দেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। দেশের মানুষ এখন তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে একটি অবাদ সুষ্ঠ নির্বাচন আয়োজনের মাধ্যমে আমাদের গণন্ত্রের পথে ফিরে যেতে হবে।
তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাওয়া প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে। মির্জাপুর উপজেলায় থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন বা করছেন তারা প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত। মির্জাপুরের উন্নয়নে নবীন প্রবীণ প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দল মতের ঊধের্ব উঠে ভূমিকা রাখতে হবে।