
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১ এপ্রিল) নারীদের কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ উপভোগ করতে গ্রামীণ এই খেলা দেখতে ঈদের পরদিন কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে খেলা জমে উঠে। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ধরেরবাড়ী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টাঙ্গাইল সদর উপজেলা বনাম গোপালপুর উপজেলা নারী কাবাডি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলায় গোপালপুর উপজেলা নারী দলকে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা নারী কাবাডি দল বিজয়ী হয়।
নারী কাবাডি খেলা দেখতে আশা দর্শকরা জানান, নিয়মিত আয়োজনের মাধ্যমে এই ধরণের গ্রামীণ খেলাগুলো ফিরিয়ে আনা হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব। স্কুল শিক্ষক সেলিম রেজা বলেন, একটা সময় স্কুল মাঠে ফুটবল, কাবাডি, ক্রিকেট খেলা হতো। এখন আর তেমন একটা খেলার আয়োজন হয় না। ধীরে ধীরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। যুব সমাজকে এই মাদকের ছোবল থেকে বাঁচাতে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। এজন্য খেলাধুলার কোন বিকল্প নেই।
নারী কাবাডি খেলার আয়োজক কমিটির সদস্যরা জানান, সামাজিক অবক্ষয়ের কারণে প্রতিনিয়ত যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। কেউ মাদকের ছোবলে আবার কেউ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলা যুব সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। তাই যুব সমাজকে খেলাধুলামুখী করতে আমাদের এই আয়োজন।
আয়োজক শওকত আলী বলেন, উঠতি বয়সী তরুণ-তরুণীকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে এই আয়োজন করা হয়েছে। প্রতিবছর এমন আয়োজন করা হবে বলে তিনি আশা করেন।