
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহড় খ্যাত এলেঙ্গায় মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রন দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে এঘটনা ঘটে।
মোল্লা স্টিলের পার্টনার রায়হান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রন যথারীতি বন্ধ হয়ে যায়। পরে ঈদের ছুটি কাটিয়ে আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি লকার খোলা, আলমারি খোলা। পরে লক্ষ্য করি দোকানের পিছনের টিন কাটা। সম্ভবত পিছনের টিন কেটে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। এঘটনায় লকারে থাকা নগদ ১৫ লাখ টাকা, ব্যাংকের চেক বই, জমির দলিল এগুলো সব চুরি করে নিয়ে টাকাগুলো বাদে বাকি কাগজপত্র ম্যানহোলের ঢাকনা খুলে সেখানে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, এবিষয়ে কালিহাতী থানা পুলিশকে অবগত করলে তাঁরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। এবিষয়ে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ব্যাবসায়ীদের আরোও বেশী সচেতন হতে হবে। পাশাপাশি নাইটগার্ড রাখতে হবে।তাহলে চোরেরা এমন ঘটনা ঘটানোর সাহস পাবেনা।