
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে বিক্রি ও ওজন কম দেওয়ার অপরাধে দুই মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার এলেঙ্গায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই মিষ্টির দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশকয়েকটি মিষ্টির দোকানকে সতর্ক করে দেয়া হয়েছে।
এছাড়াও এলেঙ্গা হাইওয়েতে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।