
স্টাফ রিপোর্টার ॥
আগামী (৩১ মে) টাঙ্গাইল স্টেডিয়ামে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২৫ (বিবিএফসি) এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মাতাবেন নগর বাউল ব্র্যান্ডের রক তারকা জেমস। ওই দিন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবিএফসি-২০২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ঈদুল আজহার পরবর্তী তিন দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টের সমাপ্তি হবে চূড়ান্ত পর্ব ও জমকলো সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন, বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের দাবি কিন্তু বাংলাদেশের আপামোড় জনসাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দেশের মানুষ ও জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জরগণের গণতন্ত্রের যে আকাঙ্খা, এই সরকার দ্রুত পূরণ করবে। আমরা দলের পক্ষ থেকে সব সময়ই দাবি জানিয়ে যাচ্ছি। যত তারাতারি সম্ভব নির্বাচনের রোর্ড ম্যাপ ঘোষণা করবে। আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। যে উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে। সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। কাজেই ভোটের অধিকারের প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি যৌক্তিক সময়েই সরকার প্রদক্ষেপ নিবে। পরবর্তী সিদ্ধান্ত দল কি নিবে আমার পক্ষে বলা সম্ভব নয়। সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।
তিনি বলেন, যারা ফ্যাসিবাদ তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পাশবর্তী দেশে থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উষ্কানীমূলক বক্তব্য দিচ্ছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিবো।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, বিগত ২০১৬ সালে বিন্দুবাসিনী স্কুলের ২০০৮ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে প্রথমবারের মতো এই বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন শুরু করা হয়। এ বছর এই চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে দুরন্ত-১৬ (এসএসসি ব্যাচ-২০১৬)। এবারের আসরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের মোট ২৫টি ব্যাচের দলগুলো অংশগ্রহণ করবে।
সাংবাদিক সম্মেলনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দুরন্ত-১৬ ব্যাচের অসিফ তুষার।