
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের আকর্ষনীয় মসদই মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধামরাই জায়ান্ট প্লেয়ারকে ৫ উইকেটে হারিয়ে সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মসদই গ্রামবাসীর আয়োজনে মসদই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় ৫ম বারের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল মনসুর খান দিপক, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, সৌদী আরবের তাবিত কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার ও গল্লীর বিশিষ্ট সমাজসেবক জাহিদ হাসান ও জেনারেল সুপারভাইজার মনসুর খান, ঢাকার মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি, সমাজসেবক সিরাজুল ইসলাম খান, সাবেক ফুটবলার এ কে ফজলুল হক মিনজু, উয়ার্শী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিপ্টন মল্লিক, হক এন্ড খান আসোসিয়েট এবং আয়কর উপদেষ্টা ও ব্যবস্থাপনা পরিচালক সাদিউল করিম খান জনি, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ও কাজী আব্দুল আউয়াল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উয়ার্শী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান লিমটন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ছিলেন মোবারক উল্লাহ খান টয়, সদস্য সচিব জাহিদুল ইসলাম খান এবং টুর্নামেন্টকে আকর্ষনীয় ও সফল করতে সহযোগিতা করেন সাইম হোসেন তিসা, ইমরুল হাসান খান রুমেল, মনিরুল ইসলাম, শোয়েব খান, জাহিদুল ইসলাম সেন্টু, আশিকুর রহমান খান রিন্টু ও কাজী তৌহিদুর রহমান শাওন।
খেলায় সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল অধিনায়ক রাজিন প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে ধাইমাই জায়ান্ট প্লেয়ার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। বিজয়ী দলের সোহাগ ৪টি ও সবুজ ২টি উইকেট দখল করে।
জবাবে সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল ১৯ ওভার ১ বলে শেষ বলে ৬ মেরে ২০৩ রান করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে আবির সর্বোচ্চ ৮০ রান করে। ফাইনালসহ টুর্নামেন্টে চমৎকার পারফরমেন্স করায় আবির ম্যান অব ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়। সেরা বোলার টাঙ্গাইলের আশরাফুল ইমন ও ব্যাটসম্যান আবির হোসেন।
৮টি দল নিয়ে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এক লাখ এবং রানার্সআপ দল ৫০ হাজার টাকা পুরষ্কার পান।