
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দৈনিক ভোরে দর্পণ পত্রিকার প্রতিনিধি আবু সালেহ সজীবের মা আছমা বেগম (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার (৩০ মার্চ) ভোরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্বামী জাকির হোসেন ও একমাত্র ছেলে আবু সালেহ সজীব ছাড়াও আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আম্বাতুন নেছা মডেল স্কুল মাঠে তাঁর প্রথম ও বাদ যোহর বাওয়ার কুমারজানী মধ্যপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাওয়ার কুমারজানী মধ্যপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
আছমা বেগম পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের জাকির হোসেনের স্ত্রী। কিছু দিন আগে আছমা বেগমের শরীরে ডিউমার ধরা পড়ে। এছাড়া পিত্তথলিতে পাথর ও জন্ডিসে আক্রান্ত হয়। পরে তাকে শেখ ফজিলাতুন নেছা ও কুমুদিনী হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।
সাংবাদিক আবু সালেহ সজীবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকী।