
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেনকে মির্জাপুর থানায় ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে এমন তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন।
জানা গেছে, গত (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচী চলছিলো। এ সময় একদল বহিরাগত দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। ওই সময় গুলিতে জেলার গোপালপুর উপজেলার হেমনগর এলাকার কলেজছাত্র ইমন নিহত হয়।
এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ছানোয়ার হোসেন এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত (১৫ ফেব্রুয়ারী) ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাবেক এমপি ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত (১৭ মার্চ) টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রুমি খাতুনের আদালতে ছানোয়ার হোসেনকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (২ এপ্রিল) ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় আনা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (২ এপ্রিল) বিকেলে ৫ দিনের রিমান্ডে মির্জাপুর থানায় আনা হয়েছে।