
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের প্যাড়াডাইস পাড়ার প্রবীন বাসিন্দা আমেরিকা প্রবাসী ডাঃ কমলেশ সাহা (ডেন্টাল সার্জন) শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) পরোলোক গমন করেছেন।
বার্ধক্যজনিত অসুস্থতার কারনে আমেরিকার ম্যারিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্বীয-স্বজন, বন্ধু ও গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্র জানিয়েছে, ডাঃ কমলেশ সাহার মরদেহের শেষকৃত্য আমেরিকাতেই ধর্মীয় রীতি অনুযায়ী করা হবে।
ডাঃ কমলেশ সাহার মৃত্যুতে প্যাড়াডাইস পাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি ডঃ পিনাকী দে এবং সাধারন সম্পাদক ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।