
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়ায় মোটরসাইকেল এন্ড ফ্রিজ ভলিবল টুর্নামেন্টের প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কালিহাতী উপজেলার আলীপুর নজরুল স্মৃতি সংঘ (১০০-৯১) পয়েন্টে দেলদুয়ার উপজেলার মামুদপুর কুচিয়ামারী সমাজ সেবা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে হাবলা দক্ষিণ পাড়া প্রভাতী যুব সংঘ আয়োজিত হাবলা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
হাবলা দক্ষিণ পাড়া প্রভাতী যুব সংঘের সভাপতি ও বিএনটিসি বাসাইল উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে ভলিবল ফাইনাল খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর নবী আবু হায়াত খান নবু।
এ সময় উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী মিয়া, বাসাইল কে.বি. এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান, মির্জাপুর উপজেলার আদাবাড়ী গহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর খলিফা, হাবলা ছালাফিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার শামীম আল মামুন, হাবলা দক্ষিণ পাড়া প্রভাতী যুব সংঘের সাবেক সভাপতি হুমায়ন কবির তালুকদার।
বাংলাদেশ বিমান বাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) কে এম ইয়াকুব, এইচ.টি.এ.বি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হোসেন রোমান, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক শহিদুর রহমান, ব্যবসায়ী ও সমাজ সেবক এফ এম মনিরুজ্জামান মিশন, শফিকুল ইসলাম শফি, আনোয়ার হোসেন খান, ইয়াহিয়া মিয়া, ফরহাদ হোসেন লিটন, সোহেল খলিফা, সুমন মিয়া, মাহাবুবুল আলম, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জহিরুল ইসলাম খান প্রমুখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাবলা দক্ষিণ পাড়া প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর।
জেলার ৮টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত মোটরসাইকেল এন্ড ফ্রিজ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিলো গত (৫ ফেব্রুয়ারী)। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনাল খেলায় বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড় দুটি দলেই অংশগ্রহণ করেন।
চ্যাম্পিয়ন কালিহাতী উপজেলার আলীপুর নজরুল স্মৃতি সংঘের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন- মাসুদ মিলন, আল আমিন, সুজন, রাজু, নাঈম, সিফাত, হাকিম, হাসিবুল,তানজির, রফিক ও ফারুক।
দেলদুয়ার উপজেলার মামুদপুর কুচিয়ামারী সমাজ সেবা সংঘের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন- হরশিদ বিশ^াস, সজিব হোসাইন, শাওন, শাফিন, রেজোয়ান, রাতুল, নাজমুল, তানভীর, ইমন, হানিফ, হৃদয় ও রাসেল অংশগ্রহণ করেন।