
স্পোর্টস রিপোর্টার ॥
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন” স্লোগানে টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে ।
রবিবার (৬ এপ্রিল) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন প্রমুখ।
এ সময় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং নারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।