
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নগর নাট্যদলের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় নগর নাট্যদলের কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় স্মৃতি চারন মূলক মতবিনিময় করা হয় এবং আগত সদস্যদের মতামত গ্রহন করার মাধ্যমে আলোচনা করা হয় এবং আগামী দিনের কার্যক্রম বিষয়ে মতামত গ্রহন করা হয়।
অনুষ্ঠানে নগর নাট্যদলের সভাপতি স্বপন ভট্রাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় সংগঠনের সাবেক সভাপতি আজিজুল কদর বাবু, সাবেক সাধারণ সম্পাদক উৎপল কুমার চক্রবর্তী, জে. এ মিলন, ইমরুল হোসেন, আরিফ হোসেন, ফেরদৌস আহমেদ, তারিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্সী উদযাপন করা হয়।