
নুরুল ইসলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে নবীজি (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং অশোভন কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে অখিল চন্দ্র মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে তিনি তার ফেসবুকে এই পোস্ট করেন। অখিল চন্দ্র মন্ডল (৪০) উপজেলা সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়ার গেদু চন্দ্র মন্ডলের ছেলে। বিক্ষুব্ধ জনগন রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে মারপিট করে। এ সময় পুলিশ উদ্ধার করতে গেলে ৪ জন পুলিশ সদস্যসহ বিএনপি নেতা আহত হন। পরে ঘটনাস্থলে ইউএনও এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, অখিল চন্দ্র মন্ডলের করা পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ লোকজন বিক্ষুব্দ হয়ে উঠেন। বিক্ষুব্ধরা সংগবদ্ধ হয়ে ওই যুবকের নিজ কর্মস্থল দেলদুয়ার সদর উপজেলা শহরের দক্ষিণ বাজারে জুয়েলারী দোকানে ঢুকে ফেসবুকে পোস্টের বিষয়ে কৈফিয়ত চান। অবস্থা বেগতিক দেখে অখিল চন্দ্র মন্ডল পাশের আরেকটি দোকানে আশ্রয় নিয়ে দোকানের সাটার বন্ধ করে দেন। বিক্ষুব্দ জনতা দোকানের চারপাশ ঘিরে রেখে তাকে ধরার চেষ্টা করেন। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।
কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনীকে জানানো হয়। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্দ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই বিক্ষুব্ধ জনতা ওই যুবকের আশ্রয় নেয়া ঘরের টিনের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে মারধর করেন।
এ সময় ৪ জন পুলিশ সদস্য ও দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আজাদ মিয়া জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে সিএনজিতে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্দ জনতা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। জনতার মারপিটে আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এরই মধ্যে আটক করা হয়েছে। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।