
স্টাফ রিপোর্টার ॥
ফিলিস্তিনের গাজায় মুসলিমদের নৃশংস হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন।
প্রায় হাজার দুই ছাত্রছাত্রীরা টাঙ্গাইল প্রেসক্লাবে সামনে ফিলিস্তিনের গাজায় নিহতদের স্বরণে এক মিনিট নিরবতার পর উপস্থিত পথচারীদের মাঝে ফিলিস্তিনের উপর নৃংশসতার কথা ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন ছাত্রছাত্রীরা।
বক্তব্য প্রদানের পর টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর মিছিলটি ময়মনসিংহ রোড পার ডিস্ট্রিক পর্যন্ত চলে যায়। ডিস্ট্রিক থেকে জেলা সদর রোড হয়ে পুণরায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিলটি টাঙ্গাইল পৌর উদ্যানে এসে শেষ হয়।
মিছিলের ধ্বনি ছিলো “নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, মুসলিমদের উপর অত্যাচার বন্ধ হউক, ইহুদীরা নিপাত যাক”। বিশাল এই মিছিলে টাঙ্গাইলের সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজন করে।