
স্টাফ রিপোর্টার ॥
নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে সোমবার (৭ এপ্রিল) বিকালে টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও জামায়াতের নেতাকর্মীরা। মার্চ ফর প্যালেষ্টাইন নামের এই কর্মসূচীতে যুক্ত হয় হাজার হাজার শিক্ষার্থী। তারা ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিয়ে পৌর উদ্যান থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ঘোষণার পর থেকে বাংলাদেশের তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলেও মার্চ ফর প্যাল্টোইন নামে বিক্ষোভের ডাক দেয়া হয়।
অনলাইনের ঘোষণায় সাড়া দিয়ে সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ও বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু করে ছাত্ররা। বেলা বাড়ার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের পদভারে মুখরিত হয়ে ওঠে পুরো টাঙ্গাইল শহর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম গায়ে হাজার হাজার ছাত্র-ছাত্রী জমায়েত হয়ে ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বিকেলে বাদ আসর একই দাবীতে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের পূর্ব সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।
জেলা আমীর তার বক্তব্যে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অবৈধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্মম গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহবান জানান তিনি । মুসলিম শাসকদের নির্লজ্জ নীরব ভূমিকার জন্য তিনি তাদেরও বিচার দাবি করেন।