
মধুপুর প্রতিনিধি ॥
গাজায় মানবতা বিরোধী বর্বর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের পাশে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা সজীব কান্তি পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মধুপুর পৌর জামায়াতে ৫ নং ওয়ার্ডের সভাপতি মাহবুব হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম বেলাল হোসেন প্রমুখ। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, সাধারণ মুসুল্লিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গাজায় মানবতা বিরোধী বর্বর হামলার প্রতিবাদ জানান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষনা ও ইসরাইলকে বয়কট করার আহবান জানানো হয়।
অপরদিকে, বিকেলে ইসলাম প্রিয় তাওহীদি জনতার ব্যানারে মধুপুরের আনারস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ে অডিটোরিয়ামের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বানরগাছি মাওদরাসা মুহতামিম মুফতি আনোয়ার হোসেন, মধুপুর হাটখোলা মাদরাসার মুহতামিম মাও. মাহমুদুল্লাহ, খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার মুহাদ্দিস ছালিম আহমেদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে আগত শত শত মুসলিম, ওলামা মাশায়েখ, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা অংশগ্রহণ করেন।