গোপালপুর সংবাদদাতা ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর শাখার উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আছর গোপালপুর আলিয়া মাদরাসা গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে থানা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাদের হাতে ফ্রি গাজা, ফ্রি প্যালেষ্টাইন, স্টপ হত্যাকান্ড, ইসরাইলের পণ্য বয়কটের ডাকসহ নানা ধরনের প্লেকার্ড শোভা পাচ্ছিল। এ সময় ইসরাইলের সকল পণ্য না ব্যবহারের আহবান জানানো হয়।
বক্তারা বলেন, ইসরাইল নিত্যপণ্যের সকল বাজারই দখল করে রেখেছে। কষ্ট হলেও সকল ইসরাইলের পণ্য ব্যবহার না করার কথা বলা হয়।
এ সময় মিছিলে অংশ নেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও (গোপালপুর -ভূঞাপুরের) আসনে মনোনিত প্রার্থী মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, উপজেলা জামায়াত সেক্রেটারি ইদ্রিস হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহ, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মান্নান, পৌর সেক্রেটারি আঃ আলিম, উপজেলা শিবির সভাপতি নাঈমসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।