
স্টাফ রিপোর্টার, ভূঞাপুর ॥
২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ২ দিনব্যাপি কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আশেক পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা অঞ্চল কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান শিলু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
এ সময় কৃষক-কৃষাণী প্রশিক্ষণে ঢাকা অঞ্চল কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে মসলার উন্নতজাত ও প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা এবং পরামর্শ প্রদান করেন।
দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে উপজেলার ৩০ জন নারী-পুরুষ অংশ নেন।