
স্টাফ রিপোর্টার ॥
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদ্দাম হোসেন ওরফে স্বাক্ষর (৩০) জামিনে মুক্ত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সে ঢাকার একটি আদালত থেকে মাদক মামলায় জামিন পান।
এর আগে রাজধানী ঢাকার উওরায় পুলিশের এক মাদকবিরোধী অভিযানে স্বাক্ষরকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা উত্তরা পশ্চিম থানা পুলিশ বুধবার (২ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সোনারগাঁও রোডের জমজম টাওয়ারের সামনে চেকপোষ্ট থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ মাদক কারবারি হিসাবে স্বাক্ষরকে (৩০) গ্রেপ্তার করেছিল।
তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ধারা-৩৬ (৫) মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয় বলে জানায় ঢাকা উত্তরা পশ্চিম থানার ওসি।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদ্দাম হোসেন ওরফে স্বাক্ষর (৩০) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও তার বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। গ্রেপ্তারের পর জামিন পাওয়া সাদ্দাম হোসেন ওরফে স্বাক্ষর (৩০) টাঙ্গাইল পৌর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার এডভোকেট মকবুল হোসেন চৌধুরীর ছেলে।
গত (৫ আগস্টের) পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।