
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এনএসকে ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পর মঙ্গলবার (৮ এপ্রিল) নারান্দিয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও টাকা তুলে দেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম শাহজাহান।
ব্যবসায়ী নুরুল ইসলাম নুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা তামিম আকতার প্রামাণিক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফি প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন এনএসকে এর সভাপতি মোহাম্মদ কোরান ইবনে জালালের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক সুরাইয়া সুলতানা শীলাসহ অন্য সদস্যরা।
উল্লেখ্য, এনএসকে”র বিগত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫শ’ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এরমধ্যে মেধা তালিকার ভিত্তিতে ৯০ জনকে বৃত্তি দেওয়া হয়।