স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে প্রতারণার মাধ্যমে অস্ত্রের মুখে পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চারাবাড়ি ইউনিয়নে এসডিএস এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় নজরুল চাকলাদার, জাহিদ চাকলাদার, শরিফ তালুকদার, মমিন তালুকদার, রেজাউল তালুকদার, কাশেম আলী, হাসেম আলী, খালেক আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এসডিএস নামীয় বেসরকারি সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী ও নাজমুল প্রতারণার মাধ্যমে অস্ত্রের মুখে আমাদের জমি দখল করেছে। প্রতিবাদ করায় তারা আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমরা অতিদ্রুত আমাদের জমিগুলো দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় এলাকার নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।