
স্টাফ রিপোর্টার ॥
‘মুক্তির মূলমন্ত্র, ইসলাম শাসনতন্ত্র’ শ্লোগানকে সামনে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলার সম্মেলন ও নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আকরাম আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলার শাখার সভাপতি শাহিনুর মিয়া, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউল ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম পর্ব শেষে প্রধান অতিথি আকরাম আলী সদর উপজেলার নতুন কমিটির নাম ঘোষনা করেন এবং শপথ বাক্য পাঠ করান। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজুকে পুণরায় সভাপতি করা হয়। সংগঠনের নতুন সাধারণ সম্পাদক ঘোষনা করা হয় নাজমুস সাদাত আবিরকে।
সম্মেলনের প্রধান অতিথি আকরাম আলী বক্তব্যে বলেন, জালিমের সাথে যারা দেশ পরিচালনা করবে তারা আল্লাহ নবীর উম্মত না। এখন জালিম শাসকের বিরোধিতা কিভাবে করতে হবে? একমাত্র পীর সাহেব হুজুর চরমনাই যে পদ্ধতিতে রাজনৈতিক সংগঠন গঠনের নামে ইসলামী দল প্রতিষ্ঠার মাধ্যমে রাজপথে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, প্রতিরোধ এবং এই আইন পরিবর্তন করে ইসলামকে প্রতিষ্ঠার করার জন্য সংগ্রাম করছে, জিহাদ করছে। এটাই জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র নমুনা। তিনি জনসাধারনকে দলের প্রতিক ‘পাখা’ মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে শান্তিপ্রিয় জাতি গঠনের লক্ষ্যে ইসলামী আইন কার্যকর করার সুযোগ চান।
সম্মেলনে বিভিন্ন উপজেলার সভাপতি, সম্পাদকসহ প্রায় ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।