
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদারের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কস্তুরীপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। মানববন্ধনে উপজেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মী পরিবারের সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ সোহেল সিকদারের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। এখন পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুতই সকল হামলাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ২০১১ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের লোকজন সোহেল সিকদারের বাবা শাজাহান সিকদারকে হত্যা করা হয়েছিলো।