স্টাফ রিপোর্টার ॥
ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমায় ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা ইসলাম প্রিয় মুসলিম জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
পালিমা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের বিভিন্ন এলাকা ঘুরে পালিমা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পালিমা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আলী আজগর, পালিমা জাবালে নূর মাদরাসার সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ফিরোজ মিয়া।
নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এম এ মালেক আদনান, মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা বেলাল হোসাইন, আব্দুল মান্নান প্রমুখ।
তারা ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ইসরাইলি সকল পন্য বয়কটের ঘোষণা দেন।